পুজোর আগে আবারো ব্রাউন সুগার উদ্ধারে সাফল্য পেলে জেলা পুলিশ। প্রায় ৬০ লক্ষ টাকার ব্রাউন সুগার সমেত এক যুবককে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিশ। সোমবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করেছে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে ১৮ মাইল এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করে বৈষ্ণব নগর থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৪০০ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ওই যুবকের নাম সানাউল শেখ। বাড়ি মালদার কালিয়াচক থানার বামুনটোলা এলাকায়। এই ঘটনায় পুলিশ আরও বেশ কয়েকজনের নাম জানতে পেরেছে। তাদের খোঁজেও তল্লাশি শুরু করা হয়েছে। এদিকে ধৃত যুবকের নামে নির্দিষ্ট মামলা রুজু করে এদিন জেলা আদালতে পেশ করা হয়।